মাদাম ও মাদাম কন্যার উপাখ্যান

বিশ্বজোড়া নারী বৈজ্ঞানিকদের ইতিহাসে মাদাম কুরির নামটিই বোধহয় সবচেয়ে বেশি করে স্মরণীয়। এই গ্রহে তিনিই একমাত্র ‘মানুষ’ যিনি কি না বিজ্ঞানের দুটি শাখাতেই অর্থাৎ কি না পদার্থবিদ্যায় (১৯০৩) এবং রসায়নে (১৯১১) নোবেল পুরষ্কারে ভূষিত হয়েছেন। নারী বৈজ্ঞানিকদের কথা লিখতে গিয়ে বারে বারেই যে কথাকে মনে করিয়ে এসেছি, উৎকর্ষ এবং একমাত্র উৎকর্ষই মনুষ্যত্বের পরিচায়ক, মানবমেধার শ্রেষ্ঠত্বের পরিচায়ক – মাদামের কথা বলতে গিয়ে সেই বক্তব্যই যেন সম্পূর্ণতা অর্জন করে। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ২৭)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 07 September, 2021 | 713 | Tags : Marie Curie Irene Joliot-Curie Curie Family Radioactivity Henry Bequerel Radium Institute Series on Female Scientists